টানা প্রথম পাঁচটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। আর ৫ ম্যাচে ২ জয় নিয়ে তালিকার সাতে লিটন দাসের দল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠেয় ম্যাচে সম্ভাব্য একাদশ দাঁড় করিয়েছে জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।
প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের সঙ্গে হারলেও পরের দুই ম্যাচ জেতে কলকাতা। তবে শেষ ২ ম্যাচ হেরে আবার বেকায়দায় চলে যায়। এই ৫ ম্যাচে কলকাতাকে টেনে নিয়ে গেছেন মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার (২৩৪ রান), রিংকু সিং (১৭৪ রান) ও অধিনায়ক মনীশ পান্ডে (১৫০)। তবে আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি ওপেনিং জুটি। মানদীপ সিং কিংবা এন জগাদিশান রান পাননি। সর্বশেষ ম্যাচগুলোতে রান নেই রাহমানুল্লাহ গুরবাজের ব্যাটেও তাইতো ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস কিংবা জেসন রয়ের মধ্যে কেউ।
নিজেদের খেলা পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচেই কলকাতার বোলাররা ছিলেন বেশ খরুচে। শুধু রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষেই বোলাররা ছিলেন ইকোনমিক্যাল। যদিও সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী কিংবা নবাগত সুয়াশ শর্মারা ভালো করছেন।
দিল্লির বিপক্ষে কলকাতার সম্ভাব্য একাদশ
ওপেনার: লিটন দাস (উইকেটরক্ষক), এন জগদীসান।
মিডল অর্ডার: নীতীশ রানা (সি), রিংকু সিং, ভেঙ্কটেশ আইয়ার।
অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর।
বোলার: লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার
প্রথমে কলকাতা ব্যাট করলে সুয়াশ শর্মাকে দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হতে পারে। আর, প্রথমে ফিল্ডিং করলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে।