জাকাতের কাপড় আনতে যাওয়ার সময় সেই ৪ নারী নিহত

Slider নারী ও শিশু


টাঙ্গাইলে জাকাতের কাপড় আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন।
বুধবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর কামাঙ্খামোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)।

নিহতদের স্বজনরা জানান, বুধবার সকালে জাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিল মা-মেয়েসহ চার নারী। তারা রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, বুধবার ভোরে চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *