ভয়াবহ তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল রোববার এক ঘোষণায় জানান, আগামী সপ্তাহ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। খবর হিন্দুস্তান টাইমসের।
মমতা ব্যানার্জী বলেন, ‘গত কয়েকদিন থেকে বাচ্চারা স্কুল থেকে ফেরার পর মাথাব্যথা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কথা জানাচ্ছে।’ তিনি আরও বলেছেন, সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।
মমতা দেশটির একটি বাংলা নিউজ চ্যানেলকে বলেন, ‘আমি এই সময় প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানদেরকেও আহ্বান জানাবো এমন সিদ্ধান্ত অনুসরণ করতে।’ এই বিষয়ে শিগগিরই অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে বলে জানান তিনি।
দেশটির এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এমন অবস্থায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে দেশটির আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।