পুলিশ ঘাড়ে করে মালামাল বের করছে’

Slider ফুলজান বিবির বাংলা


রাজধানীর নিউ সুপার মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় শুরু থেকেই অগ্নিনির্বাপণ কাজে সহায়তা করছে পুলিশ। এমনকি পুলিশ সদস্যরা নিজের ঘাড়ে করে মার্কেট থেকে মালামাল বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ মহিদ উদ্দিন।

আজ শনিবার সকালে রাজধানীর নিউ সুপার মার্কেট পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, ‘ঘটনার শুরু থেকেই বাংলাদেশ পুলিশ অগ্নিনির্বাপণ কাজে সহায়তা করছে। সেই সঙ্গে উৎসুক জনতার নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া যে সম্পদের ক্ষতি হতে থাকে সেই সম্পদগুলো রক্ষার জন্য পুলিশ সহায়তা করে আন্তরিকভাবে।’

তিনি আরও উদ্দিন, ‘আপনারা খেয়াল করে দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নিজেদের ঘাড়ে করে প্রচুর মালামাল বের করছে। প্রায় ২ ঘণ্টা ধরে পুলিশের সদস্যরা মালামাল বের করার চেষ্টা করছে। পাশাপাশি উৎসুক জনতাকে কন্ট্রোল করছে। ফায়ার সার্ভিস বা অন্য সংস্থার লোকেরা যাতে ঠিকভাবে কাজ করতে পরে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ফায়ার সর্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী। এ ছাড়া র‌্যাব ও বিজিবির সদস্যরা সেখানে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *