রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান। সবশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ে সময় লাগবে।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এরপর সকাল ৯টা ১০ মিনিটে ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নিউমার্কেটের আগুনের ঘটনায় ধোঁয়া সহ বিভিন্ন ভাবে আহত ও অসুস্থ হয়ে দোকান কর্মচারী ফায়ার সার্ভিস কর্মী, বিমান বাহিনী সদস্য সহ ২৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে আহতদের নামের একটি তালিকা দেন। তালিকা অনুযায়ী ১। রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য। ২। শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য। ৩। তৌফিক (২৩), সার্ভিস সদস্য। ৪। রিফাত (২৩), দোকান কর্মী। ৫। রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য। ৬। মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য। ৭। সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য। ৮। আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য। ৯। কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য। ১০। শরিফুল (২৪), ফায়ার সার্ভিস সদস্য। ১১। বায়জিদ (২৫), দোকান কর্মী। ১২। হাসান (২০), দোকান কর্মী। ১৩। রিমন (২৮), দোকান কর্মী। ১৪। কামাল হোসেন (৩৩), দোকান কর্মী। ১৫। ফিরোজ আলম (৩০), দোকান কর্মী। ১৬। জীবন (৩০), দোকান মালিক। ১৭। জিসান (১৮), দোকান কর্মী। ১৮। ইয়াসিন (২৪), দোকান কর্মী। ১৯। জীবন (২৫) দোকান কর্মী। ২০। স্বপন (২৩), দোকান কর্মী। ২১। সার্জেন্ট আরাফাত (৩২), বিমান বাহিনীর সদস্য। ২২। সবুজ (২০), আনসার সদস্য।