‘ঐতিহাসিক লজ্জা’ব্রাজিলের

Slider খেলা গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

f80f929475bbe39ce8f16f6fa6e127ec-BRAZIL-MEDIA-REACTION-IMAGE
গ্রাম বাংলা ডেস্ক: ছবিটি যেন ব্রাজিলের জাতীয় এই লজ্জার প্রতীকই হয়ে উঠেছে। এমন লজ্জাজনক হারকে আর কীভাবে বর্ণনা করবে ব্রাজিলের গণমাধ্যম? বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়ার পর গোটা ব্রাজিলের মানসিক অবস্থাই যেন মূর্ত হয়ে উঠেছে সে দৃশের শীর্ষ গণমাধ্যমে।

বেশির ভাগ গণমাধ্যমই এই হারকে ব্রাজিলের ফুটবল ইতিহাসেরই ‘সবচেয়ে বড় লজ্জা’ হিসেবে অভিহিত করেছে।

ম্যাচের পরপরই ব্রাজিলের অন্যতম প্রভাবশালী দৈনিক ফোলহা ডি সাওপাওলোর অনলাইন সংস্করণে শিরোনাম ছিল এমন, ‘ঐতিহাসিক লজ্জা’।

জার্মানির বিপক্ষে ব্রাজিলের এই হার কেবল একটি বড় পরাজয়ই নয়, এটি বিশ্বকাপের ইতিহাসে কোনো স্বাগতিক দলের সবচেয়ে বড় হার। ব্রাজিলের ফুটবল ইতিহাসেও এমন হারকে বিরল বললেও কম বলা হয়। ৯৪ বছর আগে উরুগুয়ের বিপক্ষে ৬-০ গোলে হেরে যাওয়ার একটি ছোট্ট ইতিহাস বাদ দিলে ব্রাজিল অতীতে আর কখনোই এত বড় ব্যবধানে হারেনি। বিশ্বকাপও তার ৮৪ বছরের ইতিহাসে দেখেনি ব্রাজিলীয় ফুটবলের এমন অবমাননা।

ফোলহার শীর্ষ কলামিস্ট জুকা কুফরি দুঃখ করে লিখেছেন, ‘ব্রাজিলীয় ফুটবলের ধূসর-দশা!’ তিনি একটি তথ্যও তাঁর লেখায় তুলে ধরেছেন, পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হলেও ব্রাজিল স্বাগতিক হয়েও দুবার বিশ্বকাপ হারানো দ্বিতীয় দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *