রাজ্জাকের সঙ্গে দেখা করতে ঢাকায় যাচ্ছেন স্বজনরা

Slider জাতীয়

rajjakBG_698311760নাটোর: মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহরণের পর মুক্তি পাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক রাজ্জাকের সঙ্গে দেখা করতে শনিবার (২৭ জুন) ঢাকায় আসছেন তার স্বজনরা।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে রাজ্জাকের মা বুলবুলি বেগম এ কথা জানিয়েছেন।

মা বুলবুলি বেগম, বাবা তোফাজ্জ্বল হোসেন তারা মোল্লা, রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাকিব, বোন শামীমা আকতার ও তার স্বামী মোহাম্মদ মামুন, আরেক বোন শারমিন ও তার স্বামী হুমায়ুন শনিবার রাজ্জাকের সঙ্গে দেখা করবেন বলে জানান বুলবুলি বেগম।

রাজ্জাকের ছোট বোন তাসলিমা খাতুন জানান, ভাই ভাল ও সুস্থ আছেন বলে ভাবি আসমা বেগমকে জানিয়েছেন।

রাজ্জাকের বড় ভাই আলমগীর হোসেন জানান, শারীরিক কিছু চেকআপের পর রাজ্জাক ছুটি নিয়ে তার নবজাতককে দেখতে বাড়িতে আসবেন।

মায়ানমার সীমান্তে নাফ নদীতে কর্মরত থাকা অবস্থায় ১৭ জুন বিজিপি সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৫ জুন) মায়ানমারের সীমান্ত বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অপহৃত রাজ্জাককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

শুক্রবার (২৬ জুন) সকালে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে তাকে পাঠানো হয়েছে। ঢাকার পিলখানা বিজিবি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *