গাজীপুর: সাংবাদিক নির্যাতনের মামলায় পুলিশি অভিযান টের পেয়ে অফিস ছেড়ে পালিয়ে গেছেন গাজীপুর মহানগরের পূবাইল ভূমি অফিসের সহকারী ভূমি
কর্মকর্তা।
বৃহসপতিবার(২৫জুন) বেলা ২টার দিকে পূবাইল বাজার সংলগ্ন ভূমি অফিসে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাংবাদিককে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগে জয়দেবপুর থানায় একটি মামলা হয়। মামালার এজাহারভূক্ত আসামী হিসেবে পূবাইল ভূমি
অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম কে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যান।
ভূক্তভোগী সাংবাদিক মিলেনিয়াম টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন জানান, ২১ জুন সকাল সাড়ে ১১টার দিকে পূবাইল ইউনিয়ন ভূমি অফিসে
গিয়ে দেখা যায়, সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম অফিসে বসে প্রকাশ্যে ঘুষ গ্রহন করছেন। এই সময় অফিসের সরকারী কাগজপত্র দালালরা অফিসের বাইরে
নিয়ে জনগনকে দেখিয়ে দেখিয়ে অবৈধভাবে টাকা নিচ্ছেন। এই সকল অপরাধমূলক দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলামের
নির্দেশে কতিপয় সন্ত্রাসী তাকে মারধর করে ক্যামেরা মোবাইল নগদ টাকা সহ প্রায় ২ লাখ ৯হাজার ৭০০ টাকার টাকার মালামাল লুট করে। এসময় মোবাইল ফোনে সাংবাদিক পরিচয়ে জনৈক ২ব্যাক্তি তাকে ফোন করে হুমকিও দেন। ঘটনার পর আহত জসিম উদ্দিনকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বুধবার রাতে জয়দেবপুর থানায় একটি মামলা হয়।
স্থানীয় পূবাইল ফাড়ির উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম জানান, মামলার আসামী পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।