সোনায় মোড়ানো জিলাপি বিক্রি বন্ধ

Slider ফুলজান বিবির বাংলা


রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোনায় মোড়ানো জিলাপি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, জিলাপি বানানোর উপকরণ (খাওয়ারযোগ্য সোনা) শেষ হয়ে যাওয়ায় তারা অর্ডার নিচ্ছে না।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেলটির ফেসবুক পেজে জানানো হয়, ‘গোল্ড জিলাপি সোল্ড আউট।’ এর আগে গত মঙ্গলবার ফেসবুক পোস্টে বলা হয়েছিল, বিশেষ জিলাপির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

জিলাপি বানানোর উপকরণ (খাওয়ারযোগ্য সোনা) শেষ হয়ে যাওয়ায় তারা আর অর্ডার নিচ্ছে না বলে জানান হোটেলটির এক কর্মকর্তা।

পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের বিশেষ খাবার উপহার দিতে সোনার পাতলা আবরণ দিয়ে মোড়ানো জিলাপি বিক্রির উদ্যোগ নেয় ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ। প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাওয়ার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা অংশ থাকবে, এমন কথা জানিয়েছিলেন হোটেলের কর্মকর্তারা। একজন গ্রাহকের জন্য ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি কেনার সুযোগ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *