রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শামসুজ্জামান।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত তার মঞ্জুর করেন। এর আগে গত ৩ এপ্রিল রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার আরেকটি আদালত থেকে জামিন পান শামসুজ্জামান।
আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানান, শামসুজ্জামান আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী তার জামিন মঞ্জুর করেন।
গত ২৯ মার্চ দুপুরে সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
এদিকে, গত ২৯ মার্চ রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তারের পর ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ৩ এপ্রিল ২০ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। শামসুজ্জামান প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক।