এবারের আইপিএলে দেড় কোটি টাকা ভিত্তিমূল্যে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় আসরের শুরু থেকেই খেলবেন কিনা সেটি নিয়ে ছিল জল্পনা। তবে টেস্টের কারণে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি। তবে টেস্ট ম্যাচ ও আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের মাঝে আইপিএল খেলার সুযোগ ছিল এ অলরাউন্ডারের। তবে আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলে যেতে না পেরে মন খারাপ কি না। জবাবে সাকিব বলেছেন, ‘না। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, তার ওপর ভারতেই খেলা। যেতে পারলে ভালোই লাগত। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’
আইপিএল না খেলায় ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল সাকিবের। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এরই মধ্যে এক ম্যাচ খেলেছেনও। টেস্ট সিরিজের পর আবারও ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কি না এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘সেটা সময়ই বলে দেবে। দেখি।’
কলকাতা নাইট রাইডার্স সাকিবের বিকল্প হিসেবে এরইমধ্যে দলে নিয়ে নিয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে। এদিকে, সাকিব নাম প্রত্যাহার করে নিলেও টেস্ট সিরিজ শেষে কলকাতার হয়ে খেলতে যাবেন লিটন দাস।