গাজীপুর: হিন্দ্র সম্প্রদায়ের ধর্মীয় দেবতার বাড়ি জবর দখলে পুষ্ঠপোষকতার অভিযোগে গাজীপুর সমাজ সেবা বিভাগের উপ-পরিচালককে ৭দিনের মধ্যে জবাব দিতে
আ্ইনগত সতর্কীকরণ নোটিশ দিয়েছেন গাজীপুর বারের এক আইনজীবী।
বৃহসপতিবার(২৫জুন) বেলা দেড়টায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওই নোটিশ দেয়া হয়। নোটিশে ৭(সাত) দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে
রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে। নোটিশের অনুলিপি মুক্তিযুদ্ধ মন্ত্রী, স্থানীয় সাংসদ, তথ্য সচিব, ধর্ম মন্ত্রনালয়ের সচিব,গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সকল সরকারী গোয়েন্দা সংস্থাকে পাঠানো হয়েছে।
নোটিশের আইনজীবী এড.সিরাজুল ইসলাম জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় দেবতার বাড়িকে কার্যালয় দেখিয়ে বর্তমান বিরোধী রাজনৈতিক কতিপয় নেতা-কর্মীর তত্বাবধানে একটি সংগঠনের নামে রেজিষ্ট্রেশন দিয়েছেন গাজীপুর সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক। ২০০৯ সালে পরিত্যক্ত হয়ে যাওয়া ওই ভবনে ২০১৩ সালে রেজিষ্ট্রশন দিয়ে ধর্মীয় দেবতার বাড়ি জবর দখলে সহযোগিতা করায় ওই কর্মকর্তাকে নোটিশ দেয়া হয়েছে। তিনি বলেন, সরকারী কর্মচারী হয়ে বিরোধী রাজনৈতিক দলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সূযোগ সৃষ্টি করে দেয়ার কারণে সংবিধানের ৭,২৮ ও ৩৯ অনুচ্ছেদ লংঘন হয়েছে। ২০০৯ সালে তৎকালিন জেলা প্রশাসকের নির্দেশে জয়দেবপুর থানায় জিডি ও আদালতে এফিডেডিটের মাধ্যমে মন্দিরে অবস্থাররত সংগঠন ভবনটি ছেড়ে দেয়। এরপর বিএনপি ও জামাযাতের কতিপয় নেতা মন্দিরটি জবর দখল করে সামজ সেবা বিভাগ থেকে ভূল তথ্য দিয়ে একটি রেজিষ্টেশন নেয়।