বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে ঈদের আগে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘যত দ্রুত সম্ভব এই পোড়াস্তূপ পরিষ্কার করে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হবে। এই জায়গা পরিষ্কার করে দিলে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে বসেও যদি ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেটিই ভালো। পুরোটা তো রিকভার করা যাবে না। কিছুটা যদি রিকভার করা যায়।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ‘বঙ্গবাজার মার্কেট নিয়ে ব্যবসায়ীদের আগের করা মামলা প্রত্যাহার করা হলে নতুনভাবে মার্কেট করার ব্যাপারে সরকারের আগের যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘অনেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাচ্ছেন। এজন্য আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বলেছি, ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সমিতির সঙ্গে এটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে। অ্যাকাউন্ট করা হলে সেটির নম্বর আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে দেবো। পাশাপাশি নগদ ও বিকাশ নম্বরও করে দেওয়া হবে। যাতে সহায়তাকারী সেসব নম্বর ও অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন।’
সালমান এফ রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, এই ঘটনার জন্য তিনিও ব্যথিত। তার তহবিল থেকেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়া সারা দেশ থেকেও অনেকে সহায়তা করতে চাইছেন। এজন্য দোকান মালিক সমিতিকে বলা হয়েছে, এখানকার ব্যবসায়ী সংগঠনকে নিয়ে যৌথ হিসাব খোলার জন্য। আর্থিক সহায়তা পেতে আগামী রোববারের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সিটি করপোরেশনে জমা দিতে মার্কেট কমিটিকে আহ্বান জানিয়েছেন তিনি।’