ইন্টারনেট প্রটোকল টেলিভিশনে (আইপি টিভি) কোনোরকম সংবাদ প্রচার করা যাবে না বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভিসমূহ কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে। এসব আইপি টিভিসমূহকে সংবাদ প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট আইপি টিভির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গতকাল এফডিসিতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইপি টিভি
এবং ইউটিউব চ্যানেলে নিউজ প্রচার নিয়মবহির্ভূত। গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সেই আইন অনুযায়ী আইপি টিভি নিউজ প্রচার করতে পারবে না।