ডিজিটাল মামলায় কারান্তরীণ প্রথম আলো পত্রিকার সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিক শামসের ধামরাইয়ের বাসায় যান বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় তারা শামসের মায়ের সাথে কথা বলেন। তাকে সান্ত্বনা দেন। মিডিয়া সেলের নেতারা দ্রুত শামসের মুক্তিও দাবি করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শামসুজ্জামান শামসের বাসায় গেছেন বলে জানিয়েছেন মিডিয়া সেলের শীর্ষ দুই নেতা।