ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় দক্ষতা দিয়ে যেমন হয়েছেন প্রশংসিত, ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার মুখে পড়েছেন বহুবার। সব কিছু সামলে প্রভা যতই আপন গতিতে হাঁটতে চেয়েছেন বিতর্ক তাকে পিছু ছাড়েনি। তার দাবি, কাছের কিংবা দূরের সব মানুষদের কাছেই তিনি প্রতারিত হয়েছেন।
গতকাল শনিবার অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থানের কথা জানান এই অভিনেত্রী। প্রভা মনে করেন, তার কাছে এই সমাজের ক্ষমা চাওয়া উচিত।
নিজের কথা বলতে গিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘একেকজনের গল্প একেক রকম। আমার গল্পটা হচ্ছে, ছোটবেলায় ভয় লাগত যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আম্মু জানলে মারবে। আর এখন ভয় হচ্ছে, আমি যখন হেনস্তার শিকার হই, সাংবাদিক জানতে পারলে কি হবে! যারাই আমার জীবনে এসেছে, তারাই চলে যাওয়ার সময় যখন কোনো কারণ পায়নি তখনই একটা ব্লেইম গেম আমার সঙ্গে খেলেছে। আমার নামে অভিযোগ দিয়ে গেছে।’
তিনি বলেন, ‘ডিভোর্সের পেপার যখন আমি ফাইল করি তখন আমার মা-বাবাকে জানাচ্ছিলাম এই জিনিসটা তো আমার পাওনা। আমি কেন পাব না? এটা তো ঠিক হচ্ছে না। আমি ধর্মীয়ভাবে কিংবা আইনগতভাবেও তো এটা পাই।’
সাংবাদিকদের সঙ্গে কেন তার দূরত্ব- প্রসঙ্গে প্রভা বলেন, ‘সব কিছুই করতে পারতাম যদি সাংবাদিকরা আমাকে সাহায্য করতেন। আপনাদের সঙ্গে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলবেন?’
তিনি বলেন, ‘‘কিছুদিন আগে সামাজিক মাধ্যমকে আমি জানিয়েছি- আপনারা আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন- রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। এর পরই আমার কানে আসে- নিউজ হয়ে গেছে, ‘অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা’। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’’
আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘এর পর অনেকে বলেছেন- আমি আসলে সাবার মনযোগ চাই। সে কারণেই এ রকম স্ট্যাটাস দেই। এটা আমার সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে।’
এ সময় প্রভা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।