এক ম্যাচে যত রেকর্ড

Slider খেলা

লিটন দাসের রেকর্ড ফিফটির পর সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলল টাইগাররা।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদল। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। প্রথমে ব্যাট করা বাংলাদেশ লিটন দাসের দ্রুততম ফিফটির রেকর্ডে নির্ধারিত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে শেষ হয় আইরিশদের ইনিংস।
এই জয়ের মধ্যদিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে টিম টাইগাররা।

দ্রুততম দলীয় ফিফটি: মাত্র ২১ বলে দ্রুততম দলীয় ফিফটি পায় বাংলাদেশ। এর আগের রেকর্ডটিও ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে। সেবার ফিফটি পেতে বাংলাদেশের লেগেছিল ২৪ বল।

দ্রুততম ব্যক্তিগত ফিফটি: লিটন দাস মাত্র ১৮ বলে ফিফটি পান। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল মাত্র ২০ বলে ফিফটি পেয়েছিলেন। ১৬ বছর পর আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন।
দ্রুততম দলীয় শতক: লিটনের ঝড়ো আক্রমণে বাংলাদেশ দ্রুততম দলীয় শতরানও পায়। ৪৩ বলে বাংলাদেশের রান তিন অঙ্কে পৌঁছে যায়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩ বলে শতরান পেয়েছিল।

প্রথম উইকেটে রানের রেকর্ড: লিটন ও রনি উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলে যা প্রথম উইকেটে বাংলাদেশের রেকর্ড। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সরকার ও নাঈম শেখ ১০২ রান করেছিলেন। এছাড়া যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১২ সালে তামিম ও মাহমুদউল্লাহ ১৩২ রান করেছিলেন।

১৭ ওভারে দলীয় সর্বোচ্চ: ১৭ ওভারে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। এর আগে বাংলাদেশ ১৭ ওভারে ১৯০ রান করেছিল।

টানা দুই ম্যাচে ২০০ বেশি রান: আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে দলীয় রান দুইশ ছাড়িয়ে গেল। প্রথম ম্যাচে ২০৭ রানের পর আজ বাংলাদেশ একই মাঠে করে ২০২ রান।

সাকিবের শীর্ষস্থান দখল: টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব। ১৩৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব। আর সাউদি ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন।

টানা ৫ ম্যাচ জয়: দলগতভাবে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবারই প্রথম টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচ জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *