জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় দোকান বন্ধ করে পালিয়েছেন মুরগি ব্যবসায়ীরা।
আজ সোমবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারে এ ঘটনা ঘটে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতি রাখতে লোহাগড়া বাজারের মুদি, মিষ্টি, মাংস ও নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি দোকানে ব্রয়লার মুরগি ২৪৫ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বুঝতে পেরে তারা ২১০ টাকা দরে মুরগি বিক্রি শুরু করেন। এ সময় অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যান।
তিনি আরও জানান, মূল্য তালিকা না থাকায় মুরগি ব্যবসায়ীসহ ১০টি দোকানের মালিককে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।