জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘সর্বগ্রাসী দুর্নীতি এখন ক্যানসারে রূপ নিয়েছে। একে কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানাই।’
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাপা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর চেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানের সিয়াম সাধনাকে তোয়াক্কা না করে সব নিত্যপণ্যের দামবৃদ্ধি করে চলছে। দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি নিন্ম আয়ের মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলছে। এসব অসাধু ব্যবসায়ীদের কারণে নিত্যপণ্যের এমন কোনো দ্রব্য নেই, যার দামবৃদ্ধি পায়নি।’
তিনি বলেন, ‘এদের জন্য দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা আর উন্নয়নের উজ্জ্বলতা ম্লান হয়ে পড়ছে। এতে করে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দানকারী শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে। সুবিধাবাদী দুর্নীতিবাজরে জন্য দেশপ্রেমিক জনতার এক সাগর রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়নি।’
জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই উল্লেখ করে দলটির প্রধান পৃষ্ঠপোষক বলেন, ‘এরশাদের রেখে যাওয়া নির্দেশনা মতেই চলবে জাতীয় পার্টি। যারা তার নির্দেশনা মানবেন না, তারা পার্টি ও নিজের ক্ষতি ডেকে আনবেন। নবীন-প্রবীণ সব ত্যাগী নেতাকর্মীদের একসঙ্গে নিয়েই দলের কর্মকাণ্ড পরিচালনা করলে, পার্টি শক্তিশালী হবে। পার্টিতে কোনো বিভেদ নেই।’
রওশন এরশাদ বলেন, ‘গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে নির্বাচন, যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা মেনেই হবে সেই নির্বাচন। জাতীয় পার্টি বরাবরই নির্বাচনমুখী দল। প্রতিষ্ঠার পর থেকে পার্টি সব নির্বাচনে অংশ নিয়েছে। আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। তাই ব্যাপক প্রস্তুতি নিতে হবে। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। তাই এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ আসনে গণসংযোগ শুরু করতে হবে।’
এস এম এম আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা, এরশাদ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান ও জিয়াউল হক মৃধা, জাপা নেতা কাজী মামুনুর রশীদ, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, বিএলডিপি সভাপতি নাজিমউদ্দিন আল আজাদসহ আরও অনেকে। এতে উপস্থিত ছিলেন রওশন এরশাদের ছেলে ও সংসদ সদস্য সাদ এরশাদ।