সামছুদ্দিন
গাজীপুর: বাংলাদেশের ১১তম ও আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন তৃতীয় বারের মত ২০১৫-২০১৬ আর্থিক বছরে চৌদ্দশত
কোটি টাকার উপরে বাজেট ঘোষনা করেছে।
সোমবার(২২ জুন) ইফতারের পূর্বে বঙ্গতাজ পৌর অডিটরিয়ামে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ সভাপতির বক্তব্যে ওই
বাজেট ঘোষনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেলক হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম প্রমূখ।
বাজেট বক্তৃতায় মেয়র(ভারপ্রাপ্ত) বলেন, ২০১৫-২০১৬ অর্থ বছরে মোট আয় ধরা হয়েছে ১৪১৩,৭৬,৯০,৯২৬ কোটি টাকা। মোট ব্যয় ১৩৯২,২৬,২৮,৯০৪ কোটি টাকা।
উদ্বৃত্ত বাজেট ২১,৫০,৬২,০২২ কোটি টাকা।