গাজীপুর: ব্যবসায়িক একছত্র প্রভাবকে টিকিয়ে রাখতে বার্জার পেইন্টসের এক কর্মকর্তার উপর হামলা হয়েছে। হামলায় অভিযুক্তরা সকলেই বার্জার পেইন্টসের ডিলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের লোক।
অনুসন্ধানে জানা যায়, ২০ মার্চ সকাল সাড়ে ১১টায় গাজীপুর শহরের দক্ষিন ছায়াবীথী এলাকায় একটি বাসায় রংএর অর্ডার পেয়ে দেখতে যায় বার্জার পেইন্টসের জোনাল অফিসার মোঃ বিল্লাল হোসেন (৩৪)। এসময় কয়েকজন লোক এসে কোন কথা না বলেই এলাপাথারীভাবে মারধর শুরু করে বিল্লাল হোসেনকে। এসময় বিল্লাল হোসেনের সহকর্মী বার্জার পেইন্টসের জোনাল অফিসার মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। আক্রমনকারীরা বেশী লোক হওয়ায় জসিম উদ্দিন তার সহকর্মীকে রক্ষা করতে পারেননি।
যারা মারধর করেছেন তাদের মধ্যে রিপন, রনি, আমান সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন রয়েছেন। এরা সকলে বার্জার পেইন্টের বিক্রেতা রিপন এন্টারপ্রাইজের লোক বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, আহত হওয়ার পর বিল্লাল হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাপত্রে পুলিশ কেস উল্লেখ আছে। বার্জার পেইন্টসের জয়দেবপুরে ২৯জন ডিলার রয়েছে। এই ঘটনায় সকল ডিলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।