ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ফায়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চার কর্মী আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মী সঞ্জয় চন্দ্র মজুমদার, জাহিদ হোসেন, মহসিন হোসেন ও পিকআপ ভ্যানচালক মাহবুব হোসেন। তারা সবাই ঢাকায় ফায়ার সাভির্সের প্রধান কার্যালয়ে কর্মরত।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান চৌধুরী জানান, ঢাকা থেকে বিভিন্ন মালপত্র নিয়ে ফায়ার সার্ভিসের নিজস্ব একটি পিকআপ ভ্যান সিলেট যাচ্ছিল। পথে শাহবাজপুর এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। এসময় ওই গাড়ির চালকসহ ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হন।
আহতদের মধ্যে মহসিন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।
দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান।