সেহরির পর পরীমণির স্ট্যাটাস ভাইরাল

বিনোদন ও মিডিয়া


ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি। বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। আপাতত ছেলে রাজ্যকে ঘিরেই ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি রমজানের প্রথম সেহরি খেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে পোস্ট দিয়েছেন পরী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে সেহরি শেষে ছেলের একটি ছবি দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দেন তিনি।

অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, আমাদের সেহেরি শেষ আলহামদুলিল্লাহ। আমার বাজান খেতে খেতে ঘুমমম। সেই সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন পরী।

ওই ছবিতে দেখা যায়, গোলাপি রঙের একটি বাটিতে খাবার খাচ্ছিলেন রাজ্য। তবে খেতে খেতে প্রায়ই ঘুমিয়েই পড়েছে সে।
আর পোস্টটি শেয়ার করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ইতোমধ্যে স্ট্যাটাসটিতে ৪৫ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ১৮ বার শেয়ার হয়েছে পোস্টটি।

তবে পরীর স্ট্যাটাসটি সবার জন্য উন্মুক্ত নয়। তাই লিমিটেড মানুষের ছাড়া অন্য কেউ মন্তব্য করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *