বগুড়া জেলার ধুনটে অভিযোগ প্রতিকার পদ্ধতি বিষয়ক লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

Slider সারাদেশ


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার জেলার ধুনটে বঞ্চিতদের অধিকার প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে অভিযোগ প্রতিকার পদ্ধতি বিষয়ক “লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ” এর অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২১ মার্চ, সোমবার দুপুর আনুমানিক ১.০০টার দিকে ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়ার্কশপটির আয়োজন করে বেসরকারি সংস্থা লাইট হাউজ।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। লাইট হাউজের প্রজেক্ট ফ্যাসিলেটর ওমর ফারুক জিন্নাহর সঞ্চালনায় ওয়ার্কশপে বক্তব্য রাখেন লাইট হাউজের সমন্বয়কারী কর্মকর্তা রকিবুল হাসান খান ও প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *