বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় কৃষকদের নিয়ে ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে কৃষক পর্যায়ে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন কল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনী উপলক্ষে ‘মাঠ দিবস’ পালিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চোপিনগর ননিপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নূরে আলম।চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কৃষিবিদ ফারহানা আফরোজ,কৃষিবিদ মেহেদী হাসান,এইও কৃষিবিদ দুলাল চন্দ্র,এএইও কৃষিবিদ মনজুরুল ইসলাম,উপসহকারী কৃষি অফিসার মোস্তাফিজার রহমান,আরাফাত হোসেন সহ উপজেলা কৃষি কর্মকর্তা,স্থানীয় কৃষক,এলাকাবাসীর উপস্থিত ছিলেন।

মাঠ দিবস শেষে চোপিনগর মধ্যপাড়া আইপিএম আধুনিক প্রযুক্তি কৃষক মাঠ স্কুল উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার নূরে আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *