কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন মায়ানমারের রোহিঙ্গা নারী বলে জানা গেছে।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির এক লাখ ৮৯ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জুন) দিনগত রাত ২টার দিকে টেকনাফ পৌরসভার নাজিরপাড়া থেকে এদের আটক করা হয়।
এরা হলেন-রোহিঙ্গা রফিতা বেগম (২০) ও তাসলিমা বেগম (১৮) এবং নাজিরপাড়ার আব্দুর রহমানের স্ত্রী নাছিমা আক্তার (২০)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, সোমবার (২২ জুন) সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতে পাঠানো হবে।