জামিনে মুক্তি পাওয়ার পর চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন: গ্রেপ্তারের পর থেকে পুলিশ নানাভাবে আমাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করছে। আমি প্রেগন্যান্ট বলার পরেও পানি খেতে চাইলে প্রায় একঘণ্টা আমাকে পানি দেয়নি।
এর আগে আজ ১৮ মার্চ দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। পরে কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পান তিনি।
তিনি বলেন, প্লেন থেকে নামার পর ইমিগ্রেশন পুলিশ আমার সাথে কাউকে কথা বলেতে দেয়নি। এমনকি আমার মামা কথা বলতে আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।
তিনি বলেন, আমার সাথে যে আচরণ করা হয়েছে আমার স্বামী রকিব সরকার দেশে আসলে তাকেও নানাভাবে নির্যাতন ও হয়রানি করা হবে।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়ে লাইভ করার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।