৭০০০ রানের মাইলফলকে সাকিব

Slider খেলা

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে এই কীর্তি গড়তে ২৪ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

যেখানে কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন তিনি। এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটে তার আগে ছিল কেবল দুজনের। শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদি সাকিবের আগে এই অর্জন করেছিলেন।

২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া সাকিব আজ শনিবার নিজের ২২৮তম ম্যাচ খেলতে নেমেছেন। তার ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি ও ৫২টি ফিফটি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *