ঢাকা: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর আরো জানায়, সারাদেশের উপর দিয়ে বৃষ্টি ও বজ্রপাতসহ ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।