গ্রাম বাংলা ডেস্ক:
ব্রাজিলের কোচ লুইস ফেলিপ স্কলারি বলছেন, মঙ্গলবার জার্মানির সাথে সেমিফাইনালের ম্যাচে আহত ফরোয়ার্ড নেইমার ছাড়াই দল ভালো খেলবে।
এই টুর্নামেন্টে ব্রাজিলের করা মোট ১০টি গোলের মধ্যে চারটিই দিয়েছেন ২২ বছর বয়সী এই তারকা ফুটবলার।
কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে নেইমারের মেরুদন্ডে মারাত্মক চোট লাগে। ফলে সে আর এই বিশ্বকাপে খেলতে পারবে না।
জার্মাানির সাথে ম্যাচে দলের প্রস্ততি সম্পর্কে স্কলারি বলেন, ব্রাজিল দলের সমম্ত মনোযোগ এখন এই ম্যাচের দিকে।
তিনি বলেন, নেইমারের যে দায়িত্ব ছিল, সেটি সে করেছে, আমাদের যে দায়িত্ব সেটি এখন আমাদের পালন করতে হবে।
তিনি বলেন, যা ঘটে গিয়েছে আমরা সেটি মেনে নিয়েছি, এখন আমরা অন্য বিষয়গুলির দিকে নজর দিচ্ছি।
তিনি আরো বলেন, এই ম্যাচ শুধু আমাদের স্বপ্ন পূরণের লড়াই নয়, এটি নেইমারেরও স্বপ্ন পূরণের লড়াই।