ঢাকা: আগের বছরের তুলনায় ২০১৪ সালে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বার্ষিক প্রতিবেদনে এমন দাবি করেছে।
সন্ত্রাসবাদ নিয়ে করা ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরে বিশ্বব্যাপী মানুষ হত্যা বেড়েছে ৮০ ভাগ। এটি সংখ্যা প্রায় ৩৩ হাজারের মতো।
বলা হয়, ইরাকে ইসলামিক স্টেট (আইএস) এবং নাইজেরিয়ায় বোকো হারামের নৃশংসতার কারণেই হত্যাকাণ্ড উল্লেখযোগ্যহারে বেড়েছে। এর মধ্যে ২০১৪ সালে সবচেয়ে ভয়াবহ হামলা হচ্ছে, ইরাকের মসুলে আইএসের হামলায় ৬৭০ জন শিয়া কারাবন্দি নিহতের ঘটনা।
তবে পাকিস্তান, ফিলিপিন, নেপাল এবং রাশিয়ায় হামলা কমেছে বলে যুক্তরাষ্ট্র জানায়।