বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর প্রস্তাবে শিবিরের প্রতিবাদ

Slider জাতীয় রাজনীতি

ShibirlogoSM_871869607

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১০ শতাংশ করারোপের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২০ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ প্রতিবাদ জানান।

১০ শতাংশ করারোপ প্রস্তাবের কঠোর সমালোচনা করে বিবৃতিতে নেতারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ১০ শতাংশ হারে মূল্য সংযোজন কর আরোপের সিদ্ধান্ত দেশের শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার ষড়ষন্ত্র ছাড়া আর কিছু নয়। এতে তাদের বেতন, ভর্তি ও সেমিস্টার ফি অনেক বাড়বে। আর মধ্যবিত্ত ছাত্ররা উচ্চশিক্ষা থেকে সরাসরি বঞ্চিত হবে।

অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাখাতে আরও বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *