ত্রিশালে মাইক্রোবাস খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

Slider জাতীয়


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে ত্রিশাল উপজেলার রাঙামাটি নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিদগ্ধে আহত ৭ জনকে আশংকাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

আহত এক যাত্রী জানান, সকল যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এরপর আর কিছু বলতে পারেন নি তিনি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *