নিরাপত্তা বাহিনী কাজ না করলে থমকে যেতাম: স্বরাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এখন উন্নয়নের মহাস্রোতে আছি। আমাদের নিরাপত্তা বাহিনী যদি তাদের কাজটি না করত, তাহলে আমরা থমকে যেতাম। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা খুব সুন্দর আছে।’

আজ রোববার দুপুরে জামালপুর শহরের পলাশগড়ে ‘জামালপুর রিক্রিয়েশন ক্লাব’ এর উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নয়নের দিকে এগিয়ে যেতে হলে আমাদের সিকিউরিটি সবল হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে বর্তমানে পর্যাপ্ত সিকিউরিটি আছে। সে জন্যই আমরা দেশের মানুষকে একটা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি।’

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যাওয়ার জন্য নারীর ক্ষমতায়নের কথা যথার্থই বলে থাকেন। সে জন্যই আমাদের গতিটা দুর্বার হয়েছে। দেশের পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি। কাজেই নারীদের পাশে রেখে আমরা সবাই মিলে চলছি, সে জন্যই আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মির্জা আজম এমপির উদ্যোগে জামালপুরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, রাস্তাঘাট, সব কিছুই প্রতিষ্ঠিত হচ্ছে। জামালপুর জেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন কিন্তু জামালপুরে পোস্টিং দিলে আর কেউ মানা করবে না। আপনাদের এই ক্লাবটি যোগাযোগের একটা প্রাণকেন্দ্র হবে। কে কোন দল, কে কী করেন সেটা বলার দরকার নাই।’ দুর্যোগে স্থানীয় এবং জাতীয় প্রয়োজনে এই ক্লাব সব সময় কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম । এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি মো. রফিকুল আলম হেলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *