ইসমাঈল হোসেনঃ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহ ইন্সট্রাক্টর হিসেবে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন ফারজানা ববী।
১২ ই মার্চ রবিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এ শিক্ষা পদক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
জানা যায়, ফারজানা ববী গাজীপুর সদর উপজেলার উপজেলা রিসোর্স সেন্টারে সহকারী ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকে মেধা তালিকায় প্রথম শ্রেণিতে পঞ্চম স্থান ও স্নাতকোত্তরে মেধা তালিকায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন।
২০১৩ সালে চাকুরিতে যোগদান করেন ফারজানা ববী। যোগদান করার পরই নিজের কর্মদক্ষতাযর স্বাক্ষর রেখে চলেছেন। তিনি সৎ ও নিষ্ঠার সাথে নিজ কর্তব্য পালন করছেন। তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন।
এর আগে তিনি ২০১৯ সালেও প্রাথমিক শিক্ষা পদকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।