রাবি ক্যাম্পাসে চ্যানেল 24 এর ক্যামেরাপারসনকে মারধর, ক্যামেরা ভাঙচুর

Slider বিনোদন ও মিডিয়া


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল 24 এর ক্যামেরাপারসন জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জুয়েলসহ দুজন মারাত্মক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ক্যামেরাসহ সরঞ্জাম।

রোববার (১২ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ভিসির বাসভবনের সামনে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল24 এর ক্যামেরাপারসন জুয়েলকে ধাওয়া দেয় বিক্ষোভরত শিক্ষার্থীরা। পরে তাকে ধরে মারধর করে মারাত্তক আহত করা হয়। এ সময় কয়েকজন জুয়েলের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।

এদিকে আহত জুয়েলকে প্রশাসনের লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *