স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

Slider শিক্ষা


স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ মার্চ রোববার ও ১৩ মার্চ সোমবার অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

এদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো সংঘর্ষ চলছে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থীসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় বাসের সিটে বসাকে কেন্দ্র করে বাস সুপারভাইজার ও স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সংঘর্ষ শুরু হয়। ক্যাম্পাসের বিনোদপুর গেটে ৫ ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলছে। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর পুলিশ ফাঁড়িসহ আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *