বিরিয়ানিতে খাসির বদলে অন্য প্রাণীর মাংস দেওয়ার অভিযোগ ওঠার পর সুলতান’স ডাইনের বিরুদ্ধে ওঠে সমালোচনা ঝড়। ইতোমধ্যে রেস্তোরাঁটির গুলশান শাখায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর মধ্যে তাদের মাংসের পরিমাণে গড়মিল পেয়েছে ভোক্তা অধিকার। এমন বিতর্কের মধ্যে সুলতান’স ডাইনের পক্ষ নিলেন চিত্রনায়ক ওমর সানী।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘সুলতান’স ডাইন একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে আমার কোনো পরিচয় নেই আমি কখনো যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি।’
তিনি লেখেন, ‘এটুকু বলতে পারি একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন।এই ধরনের হেনস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারও সাপোর্ট করব না, সত্যের পক্ষে আছি মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।’
ওমর সানীর এ পোস্টে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করছেন। অনেকে আবার দ্বিমত পোষণও করছেন।
মো. মাসুম বিল্লাহ নামের একজন লিখেছেন, ‘আপনি সত্য নাকি মিথ্যা কিভাবে বুঝলেন, আপনি কি ইনভেস্টিগেট করেছেন। প্লিজ দালালি করবেন না।’
মাসুদ শিকদার নামের একজন লিখেছেন, ‘বাহ, বাহ, চৌধুরী সাহেব বাহ, আপনাও রেস্টুরেন্ট বিজনেস আছে।’