গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

Slider জাতীয়


গুলিস্তানের সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

গ্রেপ্তাররা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং মোতালেব মিন্টু । এর মধ্যে ওয়াহিদুর এবং মতিউর সম্পর্কে আপন দুই ভাই। তারা বিস্ফোরণ হওয়া ওই ভবনটির মালিক। আর মিন্টু ওই ভবনের বেজমেন্টে থাকা ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।

এর আগে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল ডিবি পুলিশ। এরপর বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *