বিস্ফোরণস্থলে যাচ্ছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

Slider জাতীয়


গুলিস্তানে ভবনে বিস্ফোরণস্থলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।ইতোমধ্যে সেনাবাহিনীর ইউনিটটি বিস্ফোরণস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আইএসপিআর মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

এর আগে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে যায় র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে মৃত অবস্থায় আনা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও ১২ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *