মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ফুলজান বিবির বাংলা

99854_Hasina

 

মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ এবং বিজিবি’র এক নায়েককে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে সেগুনবাগিচার পররাষ্ট্র ভবনে ডেকে আনা হয়। সরকারের পক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমান রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন এবং ঘটনার কড়া প্রতিবাদ জানান। এ সময় মিয়ানমারের সীমান্ত রক্ষী পুলিশ (বিজিপি)’র হাতে আটক থাকা বিজিবি নায়েক আবদুর রাজ্জাককে দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাঠাতে বলেন সরকারের ওই কর্মকর্তা। একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত তার অধস্তন এক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার)-এর দপ্তরে প্রায় ২৫ মিনিট ধরে ঘটনাটি নিয়ে কথা বলেন বাংলাদেশের কর্মকর্তারা। সেখানে মৌখিকভাবে ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপশি এক পৃষ্টার একটি প্রতিবাদ নোটও রাষ্ট্রদূতের হাতে ধরিয়ে দেয়া হয়। সেখানে বিজিবি নায়েককে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়েছে। বৈঠক থেকেই তাৎক্ষণিক রাষ্ট্রদূত নেপি’ডতে কথা বলেন জানিয়ে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘আটক’ বিজিবি সদস্যকে দ্রুত ফেরত পাঠানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করে মন্ত্রণালয় ছেড়ে গেছেন রাষ্ট্রদূত। উল্লেখ্য চলতি মাসে মিয়ানমার দূততে তলবের এটি দ্বিতীয় ঘটনা। গত ৫ই জুন দেশটির রাখাইন প্রদেশের এক মন্ত্রীর বক্তব্যের জের ধরে রাষ্ট্রদূতকে সেগুনবাগিচায় ডেকে পাঠানো হয়। বুধবার টেকনাফ সীমান্তে নাফ নদীতে মিয়ানমারের সীমান্ত রক্ষীররা বিজিবি টহল দলের ওপর  গুলিবর্ষণ করে। এতে এক জওয়ান আহত হন এবং একজনকে ধরে নিয়ে যায় বিজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *