জাফরুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Slider জাতীয়

file

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ পরোয়ানা জারি করে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল পরোয়ানা জারির বিষয় নিশ্চিত করে বলেন, জরিমানার টাকা জমা না দেয়ায় পরোয়ানা জারি করা হয়েছে।
বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা নিয়ে মন্তব্য করায় আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে গত ১০ই জুন জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘন্টা কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাত দিনের মধ্যে তাকে ওই টাকা পরিশোধ করতে বলা হয়। অন্যথায় তাকে এক মাসের কারাদ- ভোগ করতে হবে বলেও রায়ে বলা হয়। ওই দিন জাফরুল্লাহ চৌধুরী এক ঘন্টা কাঠগড়ায় থেকে সাজা ভোগ করেন। তবে জরিমানা টাকা পরিশোধ না করে আপিল দায়েরের ঘোষণা দেন।
১৬ই জুন জাফরুল্লাহ চৌধুরী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ৫ই জুলাই পর্যন্ত ট্রাইব্যুনালের জরিমানার আদেশ স্থগিত করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *