চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার বহাদ্দারহাট ফ্লাইওভার সংলগ্ন রোশন বডিং এলাকায় ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম সিটি কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল সংলগ্ন প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ করে নিহতের সহপাঠীরাসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় তারা।
তপুর সহপাঠী চট্টগ্রাম সিটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিয়াউদ্দিন রিপন বলেন, ট্রাকটি নিয়ম বর্হিভূতভাবে অন্য একটি সড়ক দিয়ে চলাচলের ফলে এ দুর্ঘটনা ঘটেছে। নিয়ম মেনে ঠিক রাস্তায় চলাচল করলে আজ আমাদের সহপাঠীকে হারাতে হতো না।
ঘাতক ট্রাক চালককে অবিলম্বে গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে চকবাজার, ২নং গেইট, মুরাদপুর, কাজীর দেউড়ি সড়কে যানযট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়কে অবস্থান নিয়েছিল। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। ঘাতক গ্রেফতারের আশ্বাস পাওয়ার পর তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে।
বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে ট্রাকের ধাক্কায় নিহত হয় চট্টগ্রাম সিটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সত্যপ্রিয় দাশ তপু (২৫)। সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গৌরবঘাটা এলাকার মৃত স্বপন দাশের ছেলে।