ভাঙল জুটি, সাকিবকে রেখে ফিরে গেলেন তামিম

Slider খেলা


বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। ফিরে গেছেন তামিম ইকবাল খান। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে সব দ্বন্দ্ব দূরে ফেলে তিনি আর সাকিব মিলে যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আধাঁরেও তাই একবিন্দু আলো খুঁজে পায় বাংলাদেশ। সম্ভাবনা জাগিয়েও হতাশ করেছেন তিনি, আশা দেখিয়েও নিরাশায় রেখে গেছেন দলকে। ৬৫ বলে ৩৫ করে আউট হয়েছেন তিনি।

এর আগে ইনিংসে প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ, জোড়া গোল্ডেন ডাক মেরে পরপর দুই বলে ফিরেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। সেই ধাক্কা কাঁটিয়ে উঠার আগেই তৃতীয় উইকেটের পতন, ভরসার পাত্র হয়ে উঠতে পারেননি মুশফিকও; ৪ রান করে ফেরেন তিনি। ফলে ২.২ ওভারে মাত্র ৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।

তবে তামিম-সাকিবের বহুল কাঙ্খিত জুটিতে ভরসা খুঁজে পায় বাংলাদেশ। তবে দুজনে মিলে ১১২ বলে ৭৯ রান যোগ করতেই ভাঙে দুজনের জুটি। তামিম ৩৫ করে ফিরে গেলেও, সাকিব এই মুহূর্তে অপরাজিত আছেন ৫৬ বলে ৪৩ রানে, সঙ্গী মাহমুদউল্লাহর রান ১১ বলে ৬ রানে। এদিকে ২৩ ওভার শেষে দলীয় রান এখন ৪ উইকেটে ৯৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *