‘রামপুরা বনশ্রী এলাকায় আনুমানিক ১৩ থেকে ১৪ বছর বয়সী একজন বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে পাওয়া গেছে। ছেলেটি নাম, ঠিকানা কিছুই বলতে পারছে না। ছেলেটির পরিবার বা আশেপাশের কেউ থাকলে যোগাযোগ করুন।’ ফেসবুকে দুদিন আগে এমনই একটি পোস্ট করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না কবির। ছেলেটি ছিল রত্নার রেস্টুরেন্ট ‘ওয়েস্টার্ন লাউঞ্জ’র সামনে।
অবশেষে সেই বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেটিকে মা-বাবার বুকে ফিরিয়ে দিলেন এই চিত্রনায়িকা। ছেলেটির নাম নাঈম। পরিবার নিয়ে থাকে ঢাকার সিপাহীবাগে। হারানো ছেলেকে খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈমের মা।
রত্নার ভাষ্য, ‘ছেলেটিকে দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি। আমি যা করেছি, নিজের দায়িত্ববোধ থেকে করেছি। যখন আমাকে খবর দেওয়া হলো- একজন প্রতিবন্ধী ছেলে আমার রেস্তোরাঁর সামনে পরে আছে। খবরটি শুনে দৌড়ে সেখানে যাই। এরপর ছেলেটির সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু ও কিছুই বলতে পারে না। এরপর ওকে সঙ্গে নিয়ে আমি বাসায় আসি। নিজের হাতে গোসল করিয়ে খাবার খাওয়াই।’
তিনি আরও বলেন, ‘এর মধ্যে খিলগাঁও থানায় যোগাযোগ করি। তাদের কাছে সাহয্য চাই, নাঈমের পরিবারকে খুঁজে দেওয়ার। পরে ওর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করি। এরপর সবার সহযোগিতায় ওকে ওর মায়ের বুকে ফিরিয়ে দিতে পেরেছি। নাঈমকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না।’