স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাসায় ফেরেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন। বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে হাসপাতাল থেকে তিনি বাসার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া বাসায় পৌছেন।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দেন।
এর আগে গত বছরের ২২ আগস্ট শেষবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত বছর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার হার্টে একটি স্টেন্ট স্থাপন করা হয়।
২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। পরে ২০২০ সালের মার্চ মাসে সরকারের নির্বাহী আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে শর্ত ছিল, তিনি দেশ ছেড়ে যাবেন না এবং অবশ্যই দেশে চিকিৎসা নিতে হবে তাকে।