বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে খেলা। বুধবার থেকে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজটি। দ্বিতীয় ম্যাচও এই ভেন্যুতে।
সিরিজ শুরুর একদিন আগে অর্থ্যাৎ আগামীকাল মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে।
নির্দিষ্ট বুথে ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। যদিও অনলাইনে টিকিট বিক্রির কোনো ব্যবস্থা রাখা হয়নি।
সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামের পূর্ব স্ট্যান্ডের টিকিটের দাম। গ্র্যান্ড স্ট্যান্ডের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা ও ১ হাজার টাকায় মিলবে ভিআইপি স্ট্যান্ডের টিকিট।
বুধবার শুরু হওয়ার পর সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে শুক্রবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে। তবে বিসিবি চট্টগ্রামে কীভাবে ও কোথায় টিকিট পাওয়া যাবে, সেটা এখনো জানায়নি।