মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে পাঁচ মিনিটও লাগবে না বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শামীম ওসমান বলেন, ‘গতকাল (শনিবার) রাত থেকে আমি মানসিকভাবে অস্থির। আমি চাপ নিতে পারছি না। শনিবার বিএনপি তাদের দলীয় কর্মসূচি থেকে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর স্লোগান দিয়েছে। তারা বলেছে, ‘হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম’। মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে আমাদের পাঁচ মিনিটও লাগবে না।
তিনি বলেন, ‘অনেক ধৈর্য ধরেছি। জনগণ ভীমরুলের চাক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে। আমি সব কিছু বুঝি। বাংলাদেশে খুনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে। ওরা (বিএনপি) ওদের দলের নেতাদের মেরে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। নারায়ণগঞ্জে অনেক নেতা আছেন নৌকা নিয়া পাস করেন। কে কার ওলির বাপ, কে কার ওলির মা আমরা জানি। এটা কী স্লোগান আমি জানতে চাই।’
তিনি আরও বলেন, ‘ওরা ক্ষমতায় এসে আমার বাড়িতে আগুন দিয়েছিল। আমার দাদার বাড়ি বাইতুল আমান ভেঙে দেওয়া হয়েছিল। আমার ভাইয়ের খামারে গিয়ে গরুর বান কেটে ফেলেছিল। শুধু আমার ভাই হওয়ার অপরাধে তাকে তুলে নিয়ে টর্চার করেছে। আমরা কিছু করিনি, মাফ করে দিয়েছি। নারায়ণগঞ্জে ভাষা সামলান। এমন কোনো কাজ করবেন না যাতে নারায়ণগঞ্জ অস্থির হয়।’
এ সময় তিনি এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমারতো জীবন শেষ। আমি চলে যাব। তোমরা থাকবে। আমরা তোমাদের সুন্দর জীবন দিতে চাই। শেখ হাসিনা তোমাদের ভবিষ্যৎ।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়া।