ক’দিন ধরেই দেশে ভারতের সিনেমা মুক্তির বিষয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। দেশের প্রেক্ষাগৃহে হিন্দি বা ভিন দেশের সিনেমা মুক্তির বিষয়ে একমত পোষণ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ১৯টি সংগঠন। তবে এ বিষয়ে দ্বিমতকারীদের মধ্যে একজন ঢাকাই সিনেমার খল অভিনেতা ডিপজল। ক’দিন আগে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথাও বলেছেন তিনি।
তার ভাষ্য, ‘ঢাকার ছবির বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা গেল কয়েক বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর দিকে তাকালেই তা বুঝতে পারি। এমন সময় হিন্দি ছবি মুক্তি দেওয়া মানে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে হুমকির মুখে ফেলা। তাই আমি বলব, বিষয়টি সবার ভেবে দেখা উচিত।’
সঙ্গে যোগ করে ডিপজল আরও বলেন, ‘হিন্দি ছবিতে অশালীন দৃশ্য ও গান থাকে। যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না।’
ডিপজলের এসব মন্তব্যের কারণে এবার ভারতীয় গণমাধ্যমের তাকে নিয়ে খবর প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমে ডিপজলের এসব বক্তব্য তুলে ধরা হয়েছে। আবার কিছু কিছু সংবাদমাধ্যম তাকে নিয়ে সমালোচনাও করেছে। সেইসঙ্গে স্বরণ করিয়ে দিয়েছে ‘সিনেমার অশ্লীল’ সময়ের কথাও।
এদিকে বলিউড তারকা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তি বিষয়ে কথা চলছে। যেখানে প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীরাসহ অনেকেই ‘শর্ত সাপেক্ষে’ হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিয়েছে। যা লিখিত আকারে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
আর মন্ত্রণালয় থেকে গ্রীন সিগন্যাল পেলেই আমদানি-রপ্তানি কমিটির এটি অনুমোদন দেবে। এরপরই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।