নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

Slider জাতীয়

নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কীভাবে কাজ করতে হয়, পুলিশের প্রত্যেক সদস্য ওয়াকিবহাল। পুলিশের সক্ষমতা বেড়েছে। তাই ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। এমনকি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এ দেশের বিনিয়োগ বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করছে, যার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *